
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত জানাজায় জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা সবাই মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
জানাজা শেষে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামে এক অবিচল নেতৃত্বের প্রতীক। তাঁর রাজনৈতিক অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

