
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের DFP অনুমোদিত জাতীয় দৈনিক প্রিন্ট পত্রিকা “দৈনিক ঐশী বাংলা”-এর গাজীপুর জেলা সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শামীম শাহরিয়ার-কে পদোন্নতি প্রদান করে পত্রিকাটির Special Correspondent (বিশেষ প্রতিনিধি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। মাঠপর্যায়ে নির্ভীক ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি পাঠক মহলে আস্থা অর্জন করেছেন।
সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তার অবদান ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ পত্রিকা কর্তৃপক্ষ তাকে এই মর্যাদাপূর্ণ পদে পদোন্নতি প্রদান করেছে।
ঐশী বাংলা পরিবার নবনিযুক্ত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম শাহরিয়ার-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এবং তার আগামীর কর্মজীবনে আরও সাফল্য, সম্মান ও অগ্রগতির জন্য শুভকামনা জানিয়েছে।

