
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক চুপাইর গরুর হাটে এক মানবিক ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার হাট শেষে অজ্ঞাত কেউ একটি গুরুতর অসুস্থ গরুকে মৃত ভেবে পাশের একটি পুকুরে ফেলে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ ঘটনাটি দেখে সহযোগীদের নিয়ে গরুটিকে উদ্ধার করেন। পরে দেখা যায়, গরুটি তখনও জীবিত। মানবিক কারণে তারা গরুটিকে কাছাকাছি সৌদি প্রবাসী মামুন শিকদারের বাড়িতে নিয়ে যান এবং পশু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেন।
কর্তব্যরত ডাক্তার পরীক্ষা শেষে জানান, গরুটি বিরল রোগে আক্রান্ত এবং বাঁচানো সম্ভব নয়। পরে উপস্থিতরা গরুটিকে জবাই করে মাটিচাপা দেন। কেউই গরুর মাংস ভক্ষণ করেননি।
ঘটনার পর কে বা কারা প্রবাসী মামুন শিকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করলে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মামুন শিকদার বলেন,
> “মানবিক কারণে অসুস্থ গরুটিকে আমার বাড়িতে আনা হয়েছিল। কিন্তু আমাকে জড়িয়ে অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও জানান, একজন সচেতন নাগরিক হিসেবে তার মান-সম্মান নষ্টের অপচেষ্টা যারা চালাচ্ছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

