
রিপোর্ট : আনোয়ার আরমান
রাজধানীর রমনায় নারীদের জন্য নতুন এক সৌন্দর্য ও আত্মবিশ্বাসের ঠিকানা তৈরি করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শুক্রবার (১০ অক্টোবর) রাতে রমনার পুনাক ভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক বিউটি পার্লার ‘ওয়াটারফল মেকওভার’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এম তায়েব এবং জনপ্রিয় ইউটিউব ইনফ্লুয়েন্সার বারিশ হক।
উদ্বোধনী বক্তব্যে আফরোজা হেলেন বলেন,
> “রমনা-মগবাজার এলাকায় নারীদের জন্য মানসম্মত বিউটি পার্লারের অভাব ছিল। তাই পুনাক ভবনে আমরা এমন একটি উদ্যোগ নিয়েছি, যেখানে নারী সদস্যরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে রূপচর্চার সেবা নিতে পারবেন। ‘ওয়াটারফল মেকওভার’ শুধু সৌন্দর্য বৃদ্ধির জায়গা নয়— এটি নারী আত্মবিশ্বাস ও সামাজিক
নিরাপত্তার প্রতীক।
কেক কাটা ও ফিতা কেটে উদ্বোধনের পর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিরা উপভোগ করেন সংগীত পরিবেশনা ও নৃত্যনাট্য। অনুষ্ঠানে উপস্থিত সকলে পার্লারের পরিবেশ, সেবা ও পুনাকের উদ্যোগের প্রশংসা করেন।
পুনাকের পক্ষ থেকে জানানো হয়েছে,
‘ওয়াটারফল মেকওভার’-এ আধুনিক সব ধরনের রূপচর্চা ও বিউটি ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে সাশ্রয়ী মূল্যে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্লারটি থাকবে সিসিটিভির আওতায়, এবং ভবনের নিচে দায়িত্বে থাকবেন পুলিশ সদস্যরা।
এই উদ্যোগকে শুধুমাত্র একটি সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান নয়, বরং নারীর আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও নিরাপত্তার প্রতীক হিসেবে দেখছেন অনেকেই।
রমনার ব্যস্ত নগরজীবনে ‘ওয়াটারফল মেকওভার’ এখন নারীদের জন্য এক নতুন আশ্রয়— যেখানে সৌন্দর্যের সাথে যুক্ত হবে আত্মবিশ্বাসের ঝরনা।


hi