
রিপোর্ট :আনোয়ার আরমান
বাংলাদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রির তরুণ প্রতিভাদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে ‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক’। দেশের নবীন-প্রবীণ ফ্যাশন অনুরাগীরা এখানে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছেন।
এই মহতী আয়োজনে সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুমন হোসাইন। তিনি বলেন, “বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং নতুনদের জন্য শেখার, আত্মপ্রকাশের এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিত করে তোলার একটি দরজা।”
এবারের রানওয়ে শো-এর বিচারক প্যানেলে ছিলেন দেশের ফ্যাশন অঙ্গনের জনপ্রিয় মুখ ও কোরিওগ্রাফাররা। তাদের মধ্যে রয়েছেন—
চিত্রনায়িকা রাজ রিপা,সৈয়দ রুমা,মারিয়া কিসপট্টা,আজাদ ফারহানা লিমি,সুমন হোসাইন,সুমনা সুমি,সোহান করিম।
তাদের অভিজ্ঞতা ও রুচিশীল মূল্যায়নের মধ্য দিয়ে নতুনরা পেয়েছে আত্মবিশ্বাস ও দিকনির্দেশনা।
এই ফ্যাশন রানওয়ে শুধু গ্ল্যামার নয়, বরং নতুন প্রজন্মকে গড়ে তোলার এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তরুণ-তরুণীদের স্বপ্নকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

