

সংবাদ প্রতিবেদন
ঢাকা জেলার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া গ্রামের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা জনাব সোমন বেপারী ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মরহুমের পিতা ইজ্জত আলী মাতাব্বর।গত রবিবার, ২৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ২টার দিকে বাহারাইনের একটি মেডিকেলে তিনি ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।মরহুমের জানাজার নামাজ ইতিমধ্যে বাহারাইনে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৬ আগস্ট মরহুমের খালাতো ভাই রেজওয়ান বেপারী তার লাশ নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার ২৭ আগস্ট সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মরহুমের মরদেহ নিজ বাড়ি রাইপাড়ায় পৌঁছাবে। স্থানীয়ভাবে জানাজার নামাজের সময় পরে ঘোষণা করা হবে।মরহুম সোমন বেপারী ছিলেন রাইপাড়া ইউনিয়নের একজন প্রিয়মুখ ও সবার আপনজন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকার সর্বস্তরের মানুষ গভীর শোকাহত।