

০৪ আগস্টের আয়োজন সফল করতে দেওয়ান অলিউদ্দিন সুমনের আহবান
নিজস্ব প্রতিবেদক :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন উপলক্ষে যুবদলের আপ্যায়ন উপ-কমিটিতে দেওয়ান অলিউদ্দিন সুমন
মিজান হাওলাদার :‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠান সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠন করেছে আপ্যায়ন উপ-কমিটি। উক্ত কমিটিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন।
আগামী ০৪ আগস্ট অনুষ্ঠিতব্য এ কর্মসূচি জুলাই-আগস্ট মাসব্যাপী গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে। দলটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে এই উপ-কমিটি গঠিত হয়।
দেওয়ান অলিউদ্দিন সুমন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি যুবদলের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতেও সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি একাধিকবার জেল, নির্যাতন ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন।
কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর দেওয়ান অলিউদ্দিন সুমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন—যাতে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।
ফ্যাসিবাদবিরোধী এ ঐতিহাসিক উদ্যোগে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে এবং গণতন্ত্রের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর গড়ে তুলতে যুবদল যে ভূমিকা রাখছে, এতে দেওয়ান সুমনের সম্পৃক্ততা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে দলীয় সূত্রে আশা করা হচ্ছে।