

নামের দোতালা বাস বিআরটিসি’র অনিয়ম যেন পিছু ছাড়ছে না। যেন তাদের দেখা এবং ধরার কেউ নেই।
ঈদুল আজহা উপলক্ষে যাএীদের বারতি সেবা দিতে বি আর টিসি রুটে নামিয়েছে “ঈদ স্পেসাল সার্ভিস”
এতে বিবিন্ন জায়গায় যাত্রীরা সেবা পেলেও যাএাবাড়ী বাস ডিপোর চিএ ভিন্ন এখানে যাএাবাড়ী টু বরিশাল রুটে দোতলা বাস ঈদ স্পেসাল সার্ভিস দিয়েছে যাএাবাড়ী বাস ডিপো, এতে যাএীদের রেগুলার ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হইতেছে এতে যাএীদের অভিযোগ বি আর টিসির যাএাবাড়ী ডিপোর গারি ভাড়া বেশি নিতেছে ৫০০ টাকার ভাড়া ৭০০টাকা নিতেছে আর সেবার অবস্থা ও খুব বাজে সাদ দিয়ে পানি পরে এবং গাড়ি গুলোর মাজরাস্তায় নষ্ট হচ্ছে তাছাড়া অনেক যাএির অভিযোগ ভাড়া সব যাএীর থেকে ৩০০/৪০০ টাকা বেশি নিচ্ছে যাতে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে৷ এ বিষয়ে যাএাবারি ডিপোর ম্যানেজার( মো: গোলাম ফারুক) কে মুঠো ফোনে কল দেয়া হোলেও তাকে পাওয়া যায়নি
এমন চলতে থাকলে সরকারি প্রতিষ্ঠান বি আর টিসির প্রতি মানুষের আস্থা হারাবে এবং প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট হচ্ছে এবং ঈদে ঘর মুখো মানুষের ভোগান্তির বেরেই চলেছে।যাত্রীদের চাওয়া সরকারি এই খাতটি যদি সুশৃংখল ভাবে পরিচালনা করা যায়, তাহলে সাধারণ মানুষ ও সেই সাথে সরকারও লাভবান হবে।